JonopriyoblogPostAd

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত - আল্লাহর ৯৯ নাম বাংলায়

আল্লাহর অনেক গুনাবলি রয়েছে সেগুলো গুনাবলির ওপর ভিত্তি করে আল্লাহর ৯৯ টি গুনবাচক নাম রয়েছে। আপনারা হয়তো সবাই জানেন আল্লাহর ৯৯ টি গুনবাচক নাম রয়েছে কিন্তু সবাই কি জানেন আল্লাহর সেইগুলো ৯৯ টি গুনবাচক নাম। হয়তো জানেন না তাই চলুন আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ জেনে নেওয়া যাক।
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত

আল্লাহর ৯৯ নাম বাংলায় অর্থসহ, আল্লাহর ৯৯ নামের তালিকা ছবি এবং আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায় গুলো জানতে পুরো পোস্ট টি শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

সূচিপত্র: আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত -  আল্লাহর ৯৯ নাম বাংলায় 

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত

আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের মহান রব মহান আল্লাহ। আমরা সবাই আল্লাহ নাম জানি কিন্তু আল্লাহর ৯৯ টি নাম রয়েছে সেগুলো অনেক সুন্দর সুন্দর নাম। মুসলিম হিসেবে আমাদের আল্লাহর ৯৯ টি নাম ও নামের অর্থ জানা উচিত। তাই এখন আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ জানবো। অর্থ সহ আল্লাহর ৯৯ নাম গুলো হলো।

ক্রমিক নং নাম নামের অর্থ
০১ আল্লাহ আল্লাহ, প্রভু
০২ আর-রহমান অসীম দয়ালু, করুণাময়, কল্যাণময়
০৩ আর-রহিম অতিশয় মেহেরবান,সবচাইতে ক্ষমাশীল
০৪ আল-মালিক অধিপতি
০৫ আল-কুদ্দুস নিখুত,পূতঃপবিত্র
০৬ আস-সালাম শান্তি ও নিরাপত্তার উৎস
০৭ আল-মুমিন সত্য ঘোষণাকারী, জমিনদার
০৮ আল-মুহাইমিন প্রতিপালক,অভিভাবক
০৯ আল-জব্বার মহিমান্বিত,দুর্নিবার
১০ আল-আযিয সবচেয়ে সম্মানিত, সর্বশক্তিমান
১১ আল-কাবিদ সরলপথ প্রদর্শনকারী
১২ আল-আলীম সর্বদর্শী,সর্ব জ্ঞানী
১৩ আল-ফাত্তাহ বিজয়দানকারী,প্রারম্ভকারী
১৪ আর-রাজ্জাক রিজিকদাতা
১৫ আল-ওয়াহহাব স্থাপনকারী
১৬ আল-কাহহার দমনকারী
১৭ আল-গাফফার পুনঃমার্জনাকারী
১৮ আল-মুসাউয়ির আকৃতি দানকারীী
১৯ আল-বারি পরিকল্পনাকারী,নির্মাণকর্তা,বিবর্ধনকারী
২০ আল-খলিক্ব সৃষ্টিকর্তা
২১ আল-লাতিফ অমায়িক
২২ আল-আদল নিখুত
২৩ আল-হাকাম বিচারপতি
২৪ আল-বাসির সর্বদ্রষ্টা
২৫ আস-সামীয়ু সর্বশ্রোতা
২৬ আল-মুঝিল্ল সম্মান হরণকারী
২৭ আল-মুয়িজ্জিব সম্মান প্রদানকারী
২৮ আর-রাফি উন্নীতকারী
২৯ আল-খাফিদ অবিশ্বাসীদের অপমানকারী
৩০ আল-বাসিত প্রসারণকারী
৩১ আল-হাসিব মীমাংসাকারী
৩২ আল-মুকিত লালন পালনকারী
৩৩ আল-হাফিজ সংরক্ষণকারী
৩৪ আল-কাবীর সুমহান
৩৫ আল-আলিই মহীয়ান
৩৬ আল-খবীর সম্যক অবগত
৩৭ আল-হালিম প্রশ্রয়দাতা,ধৈর্যবান
৩৮ আল-আযিম সুমহান
৩৯ আল-গফুর মার্জনাকারী
৪০ আশ-শাকুর সুবিবেচক
৪১ আল-জালিল গৌরবান্বিত
৪২ আল-কারিম অকৃপণ,উদার
৪৩ আর-রকিব অতন্দ্র পর্যবেক্ষণকারী, সদা জাগ্রত
৪৪ আশ-শাহীদ সাক্দান
৪৫ আল-বাঈস পুনরুত্থানকারী
৪৬ আল-মাজিদ মহিমান্বিত
৪৭ আল-ওয়াদুদ স্নেহশীল
৪৮ আল-হাকিম সুদক্ষ,সুবিজ্ঞ
৪৯ আল-ওয়াসি অসীম,সর্বত্র বিরাজমান
৫০ আল-মুজীব উত্তরদাতা,সাড়া দানকারী
৫১ আল-মুমীত মৃত্যু আনয়নকারী, ধ্বংসকারী
৫২ আল-হাইই যার শেষ নেই
৫৩ আল-কাইয়ুম জীবিকানির্বাহ প্রদানকারী,অভিভাবক
৫৪ আল-ওয়াজিদ পর্যবেক্ষক,চিরস্থায়ী,আবিষ্কর্তা
৫৫ আল-মাজিদ সুপ্রসিদ্ধ
৫৬ আল-ওয়াহিদ অনন্য,এক,অদ্বিতীয়
৫৭ আস-সমাদ সুনিপুণ,চিরন্তন,স্বয়ং সম্পূর্ণ
৫৮ আল-কাদির সর্বশক্তিমান
৫৯ আল-মুকতাদির সিদ্ধান্ত গ্রহণকারী,প্রভাবশালী
৬০ আল-মুকাদ্দিম অগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৬১ আল-হক প্রকৃত সত্য
৬২ আল-ওয়াকিল উকিল,সহায় প্রদানকারী
৬৩ আল-কুওয়াত ক্ষমতাশালী
৬৪ আল-মাতীন সুদৃঢ়
৬৫ আল-ওয়ালিই সাহায্যকারী,বন্ধু
৬৬ আল-হামিদ প্রশংসনীয়,সকল প্রশংসার দাবীদার
৬৭ আল-মুহসি গণনাকারী,বর্ণনাকারী
৬৮ আল-মুব্দি সৃজনকর্তা,অগ্রণী,প্রথম প্রবর্তক
৬৯ আল-মুঈদ পুনরুদ্ধারকারী
৭০ আল-মুহিই জীবনদানকারী
৭১ আল-আফুউ গুনাহ ক্ষমাকারী,শাস্তি মউকুফকারী
৭২ আর-রওফ সমবেদনা প্রকাশকারী,সদয়
৭৩ মালিকুল মুলক সার্বভৌম ক্ষমতার অধিকারী
৭৪ জুল-জালালি ওয়াল ইকরাম মর্যাদা ও ঔদার্যের প্রভু
৭৫ আল-মুকসিত প্রতিদানকারী,ন্যায়পরায়ণ
৭৬ আদ র্দারু উৎপীড়ন কারী,যন্ত্রণা দানকারী
৭৭ আল-মানি রক্ষাকর্তা,প্রতিরোধকারী
৭৮ আল-মুগনি উদ্ধারকারী,সমৃদ্ধকারী
৭৯ আল-গানিই ঐশ্বর্যবান,স্বতন্ত্র
৮০ আল-জামি ঐক্য সাধনকারী,একত্র আনয়নকারী
৮১ আল-মুন্তাকিম প্রতিফল প্রদানকারী
৮২ আল-মুআক্খ্রির বিলম্বকারী
৮৩ আত-তাওয়াব সর্বদা আবর্তিতমান,বিনম্র
৮৪ আল-আউয়াল যার কোনো শুরু নেই,সর্বপ্রথম
৮৫ আল-আখির যার কোনো শেষ নেই,সর্বশেষ
৮৬ আল-র্বার কল্যাণকারী
৮৭ আজ-জাহির সুপ্রতীয়মান,সুস্পষ্ট
৮৮ আল-বাতিন অস্পষ্ট,লুকায়িত
৮৯ আল-ওয়ালি সুরক্ষাকারী বন্ধু,অনুগ্রহ কারী
৯০ আল-মুতাআলী সুউচ্চ,সর্বোচ্চ মহিমান্বিত
৯১ আর-রশিদ সঠিক পথের নির্দেশক
৯২ আন-নাফি হিতকারী,উপকর্তা,অনুগ্রাহক
৯৩ আস-সবুর ধৈর্যশীল
৯৪ আন-নূর আলোক
৯৫ আল-মুতাকাব্বির গৌরবান্বিত,সর্বশেষ্ঠ
৯৬ আল-হাদী পথ প্রদর্শক
৯৭ আল-বাদী অনিধগম্য,অতুলনীয়
৯৮ আল-ওয়ারিস সবকিছুর উত্তরাধিকারী
৯৯ আল-বাকী অসীম,অপরিবর্তিত,অক্ষয়,অনন্ত

আল্লাহর ৯৯ নামের তালিকা ছবি

যারা আল্লাহর ৯৯ নামের তালিকা ছবি খুঁজতেছিলেন তাদের জন্য এই অংশে ৯৯ নামের অর্থসহ ছবি দিয়ে দেওয়া হলো। এই ছবিটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে রাখতে পারেন এবং সেখান থেকে আল্লাহর ৯৯ নাম পড়ে পড়ে মুখস্ত করতে পারেন। 

আল্লাহর ৯৯ নামের তালিকা ছবি

Source: twitter.com

আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়

আমরা মুসলমান আমাদের ইসলামের সকল কিছু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো জানাও কিছুটা ইবাদতের শামিল। আমাদের একজন মহান রব রয়েছেন এবং তার ৯৯ টি নাম রয়েছে যা আমাদের সবারই অজানা। আপনি যদি আল্লাহর ৯৯ টি নাম মুখস্ত করতে চান তাহলে কিছু উপায় অবলম্বন করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায় গুলো সম্পর্কে। আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায় উপায় গুলো হলোঃ

  • প্রতিদিন ৫ টি করে নাম বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করুন।
  • অথবা প্রতিদিন দশটি করে নাম ভালোভাবে মুখস্ত করার চেষ্টা করুন।
  • মোবাইলে আল্লাহর ৯৯ নামের পিকচার রাখবেন অথবা অ্যাপস ডাউনলোড করবেন যখনই সময় পাবেন তখন সেগুলো পড়বেন।
  • আল্লাহর ৯৯ নামের অডিও রাখবেন এবং সেগুলো বারবার শুনতে থাকবেন।
এভাবে যদি নিয়মিত আল্লাহর ৯৯ নাম ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকেন এবং আল্লাহর ৯৯ নামের অডিও শুনতে থাকেন তাহলে একসময় দেখবেন নামগুলো আপনার মুখস্ত হয়ে গেছে। তবে মুখস্ত হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন হবে তাই ধৈর্য সহকারে মুখস্ত করতে থাকবেন ইনশাআল্লাহ এক সময় সকল নাম মুখস্ত হয়ে যাবে। 

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত - আল্লাহর ৯৯ নাম বাংলায়: শেষ কথা 

প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ জানতে পেরেছেন। আপনি যদি এগুলো নাম নিয়মিত পড়েন তাহলে একসময় দেখবেন সবগুলো নাম আপনার মুখস্ত হয়ে গেছে। আল্লাহর এই সকল নাম থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। আল্লাহ আমাদের এই সকল নাম শেখার তৌফিক দান করুন। 

আমাদের আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং পরবর্তীতে কোন বিষয়ে জানতে চাইলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন।তাহলে আমরা আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন