JonopriyoblogPostAd

হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪ - হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

হ্যালো বন্ধুরা আপনারা কি হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। অনেকে রয়েছেন যারা নিয়মিত হানিফ পরিবহনে যাতায়াত করেন তাই হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪ এবং হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়মটা জেনে রাখলে অনেক সুবিধা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪ সম্পর্কে বিস্তারিত।
হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৩

হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪ হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম হানিফ পরিবহন নাম্বার হানিফ পরিবহন ঢাকা টু বরিশাল সময়সূচী জানার জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

সূচিপত্র: হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪  - হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

হানিফ পরিবহন ভাড়া তালিকা

আপনারা যারা হানিফ পরিবহন ভাড়া তালিকায় বুঝে থাকেন তাদের সুবিধার্থে নিচে হানিফ পরিবহন সকল বিভাগীয় শহরের ভাড়ার তালিকা দিয়ে দেওয়া হল। এখানে এসি এবং নন এসি ভাড়ার তালিকা ভিন্ন ভিন্ন করে ছক আকারে দেওয়া হলো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে দেখে নিন হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪।

রুট/অবস্থান ভাড়ার তালিকা (নন এসি) ভাড়ার তালিকা (এসি)
রাজশাহী টু ঢাকা ৭৫০ টাকা ১৫০০ টাকা
ঢাকা টু বরিশাল ৫০০ টাকা ১০০০ টাকা
রংপুর টু চট্টগ্রাম ১৪০০ টাকা ২৫০০ টাকা
খুলনা টু ঢাকা ৭৫০ টাকা ১২০০ টাকা
সিলেট টু খুলনা ১২৫০ টাকা ২৫০০ টাকা
চট্টগ্রাম টু ঢাকা ৬৮০ টাকা ১৪০০ টাকা
সিলেট টু ঢাকা ৭০০ টাকা ১৪০০ টাকা
সিলেট টু খুলনা ১২৫০ টাকা ২৫০০ টাকা
চট্টগ্রাম টু খুলনা ১২৫০ টাকা ২২০০ টাকা

এখানে যেগুলো রুটের ভাড়ার কথা বলা হলো এগুলো রুট থেকে বিপরীত রুট এর ভাড়া একই হয়ে থাকে। বিপরীত রুট বলতে মনে করেন আপনি রাজশাহী থেকে ঢাকা গেলেন আবার আপনি যদি ঢাকা থেকে রাজশাহী আসেন তাহলে সেটাকেই বলা হয় বিপরীত রুট। আর এই বিপরীত রুটের ভাড়া একই রকম হয়ে থাকে তবে অনেক সময় কিছু ক্ষেত্র বিশেষে একই রুটের ভাড়া কিছুটা বেশি হতে পারে। তবে বেশি না হওয়ার সম্ভাবনাই কম।

হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম - হানিফ পরিবহন টিকিট

বর্তমানে ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় সেজন্য ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক রকম কাজ খুব সহজেই করে ফেলতে পারি। তেমনি এবার আমরা জানবো হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম। হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য কয়েকটি ধাপ পার করতে হবে তাহলে আপনি হানিফ পরিবহনের অনলাইন টিকিট পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম গুলো।

ধাপ ১: প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে গিয়ে সার্চ করবেন www.shohoz.com তারপরে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। তারপর আপনার সামনে একটি  ফরম আসবে সেখানে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি ঢাকা থেকে রাজশাহী আসতে চান তাহলে From সিলেক্ট করবেন Dhaka আর To সিলেক্ট করবেন Rajshahi তারপরে Date of Journey অর্থাৎ কত তারিখে যেতে চাচ্ছেন সেই তারিখ সিলেক্ট করে দিবেন তারপরে Search Buses লেখার ওপর ক্লিক করবেন। সহজে বোঝার জন্য নিচের পিকচারটি ফলো করুন। 
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
ধাপ ২: পরবর্তী ধাপে আপনাদের সামনে হানিফ বাস এর সময়সূচি ঢাকা টু রাজশাহী বাসের সকল সময়সূচী দেখতে পারবেন। সেখান থেকে আপনি যেই সময়ের বাসে যেতে চান সেখানে দেখতে পাবেন View Seats লেখা তার উপরে ক্লিক করবেন।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
ধাপ ৩: পরবর্তীতে যে বাসের সিট দেখতে পাবেন সেখান থেকে আপনি যে সিট বুকিং করতে চান সেটার উপর ক্লিক করবেন। তবে আগে থেকে কোন সিট যদি কালো কালার হয়ে থাকে তাহলে সেটা মনে করবেন বুকিং হয়ে গেছে আর আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সবুজ কালারের হয়ে থাকবে। এবং পাশে লেখা দেখতে পাবেন Choose Boarding Point অর্থাৎ আপনি কোন স্ট্যান্ড থেকে বাসে উঠবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে Continue বাটনে ক্লিক করবেন। ভালোভাবে বুঝতে নিচের পিকচারটি ফলো করুন।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
ধাপ ৪: এবার আপনাকে দিতে হবে Passenger Details. সেখানে আপনার ইংরেজিতে পুরো নাম দেবেন। জেন্ডার সিলেক্ট করতে হবে যদি ছেলে হন তাহলে M এর বাম পাশের ঘর পূরণ করবেন আর যদি মেয়ে হন তাহলে F এর বাম পাশের ঘর পূরণ করবেন। তারপরে আপনার একটি সচল মোবাইল নাম্বার টাইপ করে দিবেন এবং একটি জিমেইল ঠিকানা টাইপ করে দিবেন।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
ধাপ ৫: একটু নিচে দেখতে পাবেন পেমেন্ট ডিটেইলস সেখানে কত টাকা ভাড়া দিতে হবে সেটা দেখতে পাবেন। এবং আপনার যদি কোন কুপন কোড থাকে তাহলে সে কোড সেখানে দিয়ে এপ্লাই করলে কিছু টাকা কম লাগবে। তো সেগুলো পেমেন্ট ডিটেলস ভালোভাবে দেখে নিবেন।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
ধাপ ৬: পরবর্তী ধাপে আপনাকে পেমেন্ট করতে হবে সেজন্য প্রথমে তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কিত একটি অপশন দেখতে পাবেন সেখানে টিক মার্ক করে দিবেন। তারপর আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেট করে দিবেন সেখানে দেখতে পাবেন বিকাশ, নগদ এবং রকেট আপনি যেটা থেকে পেমেন্ট দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে Proceed to Pay বাটনে ক্লিক করবেন।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
ধাপ ৭: পরবর্তী ধাপে আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটার একটি অপশন আসবে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার হানিফ পরিবহনের অনলাইন টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে। এভাবেই খুব সহজে হানিফ পরিবহনের টিকিট অনলাইন এর মাধ্যমে কাটতে পারবেন।

হানিফ পরিবহন নাম্বার

হানিফ পরিবহন অনলাইন টিকিট সম্পর্কিত অথবা হানিফ পরিবহন সম্পর্কে যেকোনো বিষয়ে জানার জন্য ১৬৩৭৪, ০১৭৫৫৫৩৮৮৮১ এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এবার আমরা জানবো হানিফ পরিবহন এর বিভিন্ন কাউন্টারের নাম্বার সমূহ। বিভাগ অথবা জেলা অনুযায়ী হানিফ পরিবহন এর মোবাইল নাম্বার গুলো জেনে নিন।

হানিফ পরিবহন ঢাকা বিভাগ এর সকল কাউন্টার নাম্বার:

  • শ্যামলী কাউন্টার কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৭৬
  • শ্যামলী রিংরোড ১ কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৩৯
  • শ্যামলী রিংরোড ২ কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৩২
  • কল্যাণপুর ১ কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৪১
  • কল্যাণপুর ২ কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৭৩
  • কল্যাণপুর ৩ কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৭৪
  • কল্যাণপুর ৪ কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৬১
  • গাবতলি কাউন্টার নাম্বার - ০১৭১৩২০১৭২২
  • কলাবাগান কাউন্টার নাম্বার - ০১৭৩০৩৭৬৩৪২
  • সাভার কাউন্টার নাম্বার - ০১৭৫৩৪৮৮৪৭৬
  • টেকনিক্যাল কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০৯৫৪১
  • আরামবাগ কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৩১
  • পান্থপথ কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৪১
  • ফকিরাপোল কাউন্টার নাম্বার - ০২৭১৯১৫১২
  • আবদুল্লাহপুর কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫১৩
  • নবীনগর কাউন্টার নাম্বার - ০১৭৫৩৪৮৮৪৭৬
  • সয়দাবাদ কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৭৩
  • কাঁচপুর কাউন্টার নাম্বার - ০১৬৮৭৪৮০৫৬৯
  • রাইনখোলা কাউন্টার নাম্বার - ০১৭৭৫৭৬৩৩৩৯
  • নর্দা কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০৯৫৭৯
  • কলেজ গেট কাউন্টার নাম্বার - ০২৯১৪৪৪৮২

হানিফ পরিবহন রাজশাহী কাউন্টার নাম্বার:

  • রাজশাহী কাউন্টার নাম্বার - ০১৭১৩২০১৭০০, ০৭২১৭৭৩৩৬১
  • চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার নাম্বার - ০১৭১৩২০১৭০১
  • নাটোর কাউন্টার নাম্বার - ০১৭১৩২০১৭০৩

হানিফ পরিবহন সিলেট কাউন্টার নাম্বার:

  • সোবহানী গেইট কাউন্টার নাম্বার - ০১৭১১৯২২৪১৯
  • হুমায়নরাশিদচত্তর কাউন্টার নাম্বার - ০১৭১১৯২২৪১৫
  • কদমতলি বাসস্ট্যান্ড কাউন্টার নাম্বার - ০১৭১১৯২২৪১৩
  • দরগা গেইট কাউন্টার নাম্বার - ০১৭১১৯২২৪১৯
  • শ্রীমঙ্গল কাউন্টার নাম্বার - ০১১১৯২২৪১৮

হানিফ পরিবহন চট্টগ্রাম কাউন্টার নাম্বার:

  • চট্টগ্রাম কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৬৪, ০১৭১৩৪০২৬৬৭
  • এ কে খান কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৬৭
  • দামপাড়া কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৬৪

হানিফ পরিবহন কক্সবাজার কাউন্টার নাম্বার:

  • কলাতলী কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৬৯
  • কক্সবাজার কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৫১
  • টেকনাফ কাউন্টার নাম্বার - ০১৮২৫১৫৭৩২৪
  • সুগন্ধা বিচ কাউন্টার নাম্বার - ০১৭১৩৪০২৬৫১
  • হারুনুর রশিদ কাউন্টার নাম্বার - ০১৬৮৯৮৪০৫৩১

হানিফ পরিবহন রাঙ্গামাটি কাউন্টার নাম্বার:

রাঙ্গামাটি রিজার্ব বাজার কাউন্টার নাম্বার - ০১৮১১৬১৫৮০১

হানিফ পরিবহন ঝিনাইদহ কাউন্টার নাম্বার:

ঝিনাইদহ কাউন্টার নাম্বার - ০১৭১২৯৫২৯৭৫

হানিফ পরিবহন খুলনা কাউন্টার নাম্বার:

  • ফুলতলা কাউন্টার - ০৪১৭০১৪৩২
  • রয়েল ছত্তর কাউন্টার নাম্বার - ০১৭১৩০৪৯৫৬২
  • বয়রা বাজার কাউন্টার নাম্বার - ০৪১২৮৫০৯১১
  • নওয়াপাড়া কাউন্টার নাম্বার - ০১৭৪০৫৯১৫৩৯
  • দৌলতপুর কাউন্টার নাম্বার - ০৪১২৮৫০৭২৪

হানিফ পরিবহন ঢাকা টু বরিশাল সময়সূচী

ঢাকা থেকে বেশ কিছু পরিবহন বরিশালে যায় এবং বিভিন্ন পরিবহন বিভিন্ন সময়ে ঢাকা থেকে বরিশাল গিয়ে থাকে। ঢাকা থেকে যেগুলো পরিবহন বরিশালে যায় সেগুলোর নাম হলোঃ সাকুরা পরিবহন, ঈগল পরিবহন, আহমেদ ট্রাভেলস, রাঙ্গা প্রভাত পরিবহন এবং হানিফ পরিবহন।

ঢাকা টু বরিশাল হানিফ পরিবহনের সময়সূচী হলোঃ সকাল ৭ টা থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত।

হানিফ পরিবহন ভাড়া তালিকা ও হানিফ পরিবহন অনলাইন টিকিট: শেষ কথা

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৩ হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম এবং হানিফ পরিবহন নাম্বার তালিকা গুলো দেখতে পেলেন। আশা করছি এগুলো বিষয়ে জানতে পেরে আপনারা অনেকটা উপকৃত হবেন।

তারপরও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রকম বিষয়ে জানতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন