বাচ্চাদের চিকেন পক্স হলে করণীয় - চিকেন পক্স এর ঔষধ এর নাম জানুন
চিকেন পক্স এর চিকিৎসা সহ এ সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকে আমরা জানানোর চেষ্টা করব তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে হবে।
সূচিপত্রঃ বাচ্চাদের চিকেন পক্স হলে করণীয় - চিকেন পক্স এর ঔষধ এর নাম
- বাচ্চাদের চিকেন পক্স হলে করণীয়
- চিকেন পক্স এর চিকিৎসা
- চিকেন পক্স এর ঔষধ - শিশুদের চিকেন পক্স এর ঔষধ
- চিকেন পক্স এর লোশন
- চিকেন পক্স এর দোয়া
- চিকেন পক্স হলে কি খাওয়া উচিত
- চিকেন পক্স হলে কি খাওয়া যাবে না
- চিকেন পক্স কতদিন থাকে
- চিকেন পক্স হলে কি গোসল করা যাবে
- চিকেন পক্স এর ছবি
- আমাদের শেষ কথা
বাচ্চাদের চিকেন পক্স হলে করণীয়
বাচ্চাদের চিকেন পক্স হলে ঘাবড়ে যাবেন না কিছু করণীয় কাজ রয়েছে সেগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই বাচ্চাদের চিকেন পক্স নিরাময় করা সম্ভব। বাচ্চাদের চিকেন পক্স হলে করণীয় গুলো মেনে চলুন তাহলে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে।
-
শিশুকে বাইরে যেতে দেবেন না এতে করে যখন শরীরে বাতাস লাগবে তখন এটা ভালো হতে
অনেক দেরি হবে।
-
চিকেন পক্স প্রতিষেধক টিকা রয়েছে সেটা দিতে পারেন।
-
যখন শরীরের চিকেন বক্স বের হয় তখন অতিরিক্ত চুল্কিয়ে থাকে সেজন্য ক্যামিলিন
নামক একটি লোশন রয়েছে সেটা ব্যবহার করতে পারেন।
-
শিশুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে দিন এবং প্রচুর পরিমাণ নিরাপদ পানি পান
করান।
-
চিকেন পক্স হলে অনেকে বাচ্চাকে গোসল করাতে চান না কিন্তু এটা একদম ভুল ধারণা এই
সময় বাচ্চাকে গোসল করান এবং পারলে পানির মধ্যে নিমের পাতা মিশিয়ে সেই পানি
দিয়ে গোসল করাতে পারেন।
-
বাচ্চাদের শরীরে চিকেন বক্স বের হলে তখন তারা নখ দিয়ে চুলকাতে পারে সেজন্য
সেদিকে খেয়াল রাখুন এবং নখ বড় থাকলে সেগুলো ছোট করে দিন।
-
আপনার শিশু যদি অনেক ছোট হয়ে থাকে তাহলে এই শিশুকে ডাকার পড়ানো থেকে বিরত
থাকুন। আর শিশুর ব্যবহার করা সকল কাপড় চোপড় জীবানু না সুখ দিয়ে
পরিষ্কার করুন।
-
আপনার বাচ্চার যদি চিকেন পক্স হয় তাহলে অন্য বাচ্চাদের সাথে মিশতে দেবেন না
কারণ এটা একটি ছোঁয়াচে রোগ সেজন্য আপনার বাচ্চা থেকে অন্য কারো হতে পারে।
-
চিকেন পক্স হলে সাধারণত তেমন কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না শুধু একটু
নিয়ম মেনে চললেই এটা ভালো হয়ে যায়। তারপরও যদি ভালো না হয় তাহলে একজন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন বা ঔষধ সেবন করুন বা
করান।
চিকেন পক্স এর চিকিৎসা
চিকেন পক্সের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই। চিকেন পক্স হলে শুধুমাত্র উপরের অংশ বলার নিয়ম গুলো যদি আপনি মেনে চলেন তাহলেই চিকেন পক্স দ্রুত ভালো হয়ে যাবে। তবে চিকেন পক্স হলে শরীর অতিরিক্ত চুলকিয়ে থাকে সেজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন মলম বা ঔষধ রয়েছে সেগুলো ব্যবহার করা যেতে পারে।
আরো পড়ুনঃ বুক ধড়ফড় করার ৮ টি কারণ ও করণীয়
আর চিকেন পক্সের ইনফেকশন প্রতিরোধের জন্য এন্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে
তবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। যদি জ্বর থাকে তাহলে জ্বরের
ঔষধ খাওয়ানো যেতে পারে।মোটকথা যদি চিকেন পক্স হয় তাহলে ১০ থেকে ১৫ দিন বিশ্রামে
থাকার চেষ্টা করুন এবং নিয়ম মেনে চলার চেষ্টা করুন তাহলে ইনশাআল্লাহ চিকেন পক্স
ভালো হয়ে যাবে।
চিকেন পক্স এর ঔষধ - শিশুদের চিকেন পক্স এর ঔষধ
চিকেন পক্সের নির্দিষ্ট কোন ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না আপনি যদি একটু সতর্কতা মেনে চলেন তাহলেই এটা ভালো হয়ে যায়। তারপরেও চিকেন পক্স হলে শরীরে অনেক চুলকায় সেজন্য ডাক্তাররা সাধারণত কিছু ঔষধ দিয়ে থাকে। সেগুলো ঔষধ খেলে চিকেন পক্স তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চিকেন পক্স এর ঔষধ গুলো হলোঃ
- Paracetamol Tablet
- Virux Tablet
- Pox 500 Mg Tablet
- Napa Tablet
- Histacin Tablet
- Moxacil Tablet
এগুলো ঔষধ চিকেন পক্স এবং তারা পাশাপাশি হওয়া চুলকানি জ্বর ভালো করে। তবে চিকিৎসক এর পরামর্শ ছাড়া এসব ঔষধ সেবন করবেন না।
চিকেন পক্স এর লোশন
চিকেন পক্স হলে শরীরে অনেক দাগ হয়ে থাকে সেজন্য এগুলো দাগ ভালো করার জন্য কিছু
লোশন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও এগুলো লোশন চিকেন পক্স ভালো
করতে সাহায্য করে। চিকেন পক্স এর লোশন গুলো হলোঃ
- Ocuvir 5% Cream
- Soneta Cream
- Berberis Cream
- Batamason N Cream
- Skinova Antiseptic
আরো পড়ুনঃ কোমর ব্যথা সারানোর সহজ উপায় - কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট
এগুলো মূলত চিকেন পক্স দূর করার ক্রিম। তবে প্রথমে যেটার নাম বলা হয়েছে সেটা চিকেন পক্স এর লোশন। চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী এইগুলো লোশন বা ক্রিম ব্যবহার করা উচিত।
চিকেন পক্স এর দোয়া
চিকেন পক্স হলে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কোরানি আমল রয়েছে। যদি আপনার বা আপনার আশেপাশের কারো চিকেন পক্স হয়ে থাকে তাহলে একটি নীল সুতা নিবেন এবং সূরা আর রহমান পড়বেন এবং মাঝে মাঝে সেই সুতার মধ্যে গিট দিবেন। কিভাবে যখন পুরো সূরাটি পড়া হয়ে যাবে যখন সেই সুতাটি রোগের গলায় ঝুলিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চিকেন পক্স ভালো হয়ে যাবে।
চিকেন পক্স হলে কি খাওয়া উচিত
চিকেন পক্স হলে কিছু খাবারের নিয়ম নীতি মেনে চলা প্রয়োজন। কারণ ঔষধের থেকে
এগুলো মেনে চলাটাই চিকেন পক্স ভালো করার সেরা উপায়। চিকেন পক্স হলে যেগুলো
খাবার খাবেন সেগুলো হলোঃ
-
বেশি বেশি পানি পান করবেন পারলে ডাবের পানি খেতে পারেন।
- দই খেতে পারেন ভালো উপকারিতা পাবেন
-
বেশি বেশি শাকসবজি খাবেন তবে চেষ্টা করবেন অতিরিক্ত তেল ছাড়া খাওয়ার।
-
নিম পাতার রস খেতে পারেন। যদিও এটা অনেকের পক্ষে খাওয়া সম্ভব নয় তবুও কষ্ট
করে হালকা পরিমাণ খেতে পারেন।
-
মধু এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেতে পারেন ভালো উপকারিতা পাবেন।
-
ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন।
- আপেল কলা এগুলো ফল খেতে পারেন।
-
কাঁচা পেঁপে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে সেজন্য চিকেন পক্স হলে কাঁচা
পেঁপে খেতে পারেন।
চিকেন পক্স হলে কি খাওয়া যাবে না
চিকেন পক্স হলে কিছু খাবার রয়েছে যেগুলো এড়িয়ে চলা প্রয়োজন। কারণ এগুলো খাবার
খাওয়ার পরে চিকেন পক্স আরো বেশি হয়ে যেতে পারে। সেজন্য চিকেন পক্স নিরাময়ে
এগুলো খাবার অবশ্যই এড়িয়ে চলবেন।
-
অতিরিক্ত তেল জাতীয় এবং মসলা জাতীয় খাবার খাওয়া যাবেনা।
-
অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না কারণ এটা আপনার প্রদাহ আরো বাড়িয়ে
দিবে।
-
অতিরিক্ত লবণযুক্ত কোন খাবার খাওয়া যাবেনা।
-
বিভিন্ন রকম ড্রাই ফুড পাওয়া যায় এগুলো খাবার কোনোমতেই খাওয়া যাবেনা।
চিকেন পক্স কতদিন থাকে
অনেকেই প্রশ্ন করে থাকেন চিকেন পক্স কতদিন থেকে আসলে এটা বিভিন্ন জনের বিভিন্ন
সময় পর্যন্ত থাকতে পারে অনেকের ৭ দিন পর্যন্ত থাকতে পারে আবার অনেকে ১৫ দিন
পর্যন্ত থাকতে পারে আবার অনেকের এক মাস পর্যন্ত থাকতে পারে। তবে আপনার যদি
চিকেন পক্স হওয়ার সাথে সাথে উপরের অংশে বলা করণীয়গুলো যদি মেনে চলতে পারেন
তাহলে এটা ৭ থেকে ১৫ দিনের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
চিকেন পক্স হলে কি গোসল করা যাবে
অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে চিকেন পক্স হলে গোসল করা ঠিক নয় বা গোসল করা যায় না। তবে এটা একেবারে ভুল ধারণা। আপনার বা আপনার আশেপাশের কারো যদি চিকেন পক্স হয় তাহলে শরীর ঠান্ডা রাখার জন্য গোসল করাতে বা করতে পারেন। তবে চিকেন পক্স হলে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো।
আরো পড়ুনঃ দাউদ কিভাবে ভালো হয় - দাউদের সবচেয়ে ভালো মলম
গোসল করানোর সময় পানির মধ্যে নিম পাতা দিয়ে পানিগুলো হালকা ফুটিয়ে গোসল করতে
পারেন তাহলে ভালো উপকারিতা পাবেন সেজন্য এই নিয়মে গোসল করতে পারেন। আশা
করছি চিকেন পক্স দ্রুত ভালো হয়ে যাবে।
চিকেন পক্স এর ছবি
অনেকেই চিকেন পক্স এর ছবি খুঁজে থাকেন সেজন্য আপনাদের সুবিধার্থে এই অংশে চিকেন পক্স এর ছবি দিয়ে দিলাম এগুলো ছবি দেখলে বুঝতে পারবেন চিকেন পক্স কেমন হয়ে থাকে। বা চিকেন পক্স বের হলে শরীরের মধ্যে কেমন দেখা যায়।
credit: nhsinform.scot, clevelandclinic.org , flickr.comআমাদের শেষ কথা
প্রিয় বন্ধুরা আশা করছি আজকের পোস্ট থেকে জানতে পেরেছেন বাচ্চাদের চিকেন পক্স হলে করণীয় এবং চিকেন পক্স এর ঔষধ এর নাম। আপনার বা আশেপাশের কারো চিকেন পক্স হয়ে থাকলে এগুলো করনীয় কাজগুলো করতে বলবেন বা করবেন। বেশি বেশি শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিবেন।
আমাদের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এবং এই বিষয়ে আরো কিছু জানার থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এরকম আরও বিভিন্ন বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন।