রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি - রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অনেক নাটক কাব্যগ্রন্থ উপন্যাস কবিতা রয়েছে। এবং এগুলো
সম্পর্কে অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই আজকের এই পোষ্টের
মাধ্যমে এই সকল বিষয়ে সকল তথ্য জেনে নিন।
সূচিপত্রঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প কোনটি
- রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা
- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ pdf
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি: শেষ কথা
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি
রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে যে কাব্যগ্রন্থ সর্বপ্রথম
প্রকাশিত হয়েছিল সেটার নাম হলো কবি কাহিনী। ১৮৭৮ সালে এই কাব্যগ্রন্থটি
প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন মাত্র ১৬ বছর তখন এই
কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এরপরে তার আরেকটি দ্বিতীয় কাব্যগ্রন্থ
প্রকাশিত হয়েছিল সেটা হল বনফুল। তারই দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রকাশিত
হয়েছিল ১৮৮০ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি দুইটি কাব্যগ্রন্থ রচিত
করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি
অনেক সময় চাকরির পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায় জানতে চাওয়া হয় বা প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি? সেজন্য আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই এগুলো জেনে রাখা প্রয়োজন এতে করে আপনার প্রস্তুতি অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ৫২টি কাব্যগ্রন্থ রয়েছে সেগুলোর নাম নিচে দেওয়া হলোঃ
- কবি কাহিনি - প্রকাশ হয়েছে ১৮৭৮ সালে
- বনফুল - প্রকাশ হয়েছে ১৮৮০ সালে
- ভগ্নহৃদয় - প্রকাশ হয়েছে ১৮৮১ সালে
- সন্ধ্যা সঙ্গীত - প্রকাশ হয়েছে ১৮৮২ সালে
- প্রভাত সঙ্গীত - প্রকাশ হয়েছে ১৮৮৩ সালে
- শৈশব সংগীত - প্রকাশ হয়েছে ১৮৮৪ সালে
- ছবি ও গান - প্রকাশ হয়েছে ১৮৮৪ সালে
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী - প্রকাশ হয়েছে ১৮৮৪ সালে
- কাহিনি - প্রকাশ হয়েছে ১৯০০ সালে
- প্রহাসনী - প্রকাশ হয়েছে ১৯৩৮ সালে
- খেয়া - প্রকাশ হয়েছে ১৯০৬ সালে
- পুনচ্শ - প্রকাশ হয়েছে ১৯৩২ সালে
- গীতালি - প্রকাশ হয়েছে ১৯১৪ সালে
- পত্রপুট - প্রকাশ হয়েছে ১৯৩৬ সালে
- চিত্রা - প্রকাশ হয়েছে ১৮৯৬ সালে
- নদী - প্রকাশ হয়েছে ১৮৯৬ সালে
- ছড়ার ছবি - প্রকাশ হয়েছে ১৯৩৭ সালে
- বলাকা - প্রকাশ হয়েছে ১৯১৬ সালে
- পরিশেষ - প্রকাশ হয়েছে ১৯৩২ সালে
- শিশু - প্রকাশ হয়েছে ১৯০৩ সালে
- নবজাতক - প্রকাশ হয়েছে ১৯৪০ সালে
- শেষ সপ্তক - প্রকাশ হয়েছে ১৯৩৫ সালে
- চৈতালি - প্রকাশ হয়েছে ১৮৯৬ সালে
- সানাই - প্রকাশ হয়েছে ১৯৪০ সালে
- গীতিমাল্য - প্রকাশ হয়েছে ১৯১৪ সালে
- স্ফুলিঙ্গ - প্রকাশ হয়েছে ১৯৪৫ সালে
- ক্ষণিকা - প্রকাশ হয় ১৯০০ সালে
- স্মরণ - প্রকাশ হয় ১৯০৩ সালে
- কড়ি ও কোমল - প্রকাশ হয় ১৮৮৬ সালে
- আকাশ প্রদীপ - প্রকাশ হয় ১৯৩৯ সালে
- জন্মদিনে - প্রকাশ হয় ১৯৪১ সালে
- প্রান্তি - প্রকাশ হয় ১৯৩২ সালে
- গীতাঞ্জলি - প্রকাশ হয় ১৯৩৭ সালে
- মহুয়া - প্রকাশ হয় ১৯২৯ সালে
- খাপছাড়া - প্রকাশ হয় ১৯৩৭ সালে
- রোগশয্যায় - প্রকাশ হয় ১৯৪০ সালে
- কল্পনা - প্রকাশ হয় ১৯০০ সালে
- শিশু ভোলানাথ - প্রকাশ হয় ১৯২২ সালে
- কণিকা - প্রকাশ হয় ১৯০০ সালে
- শ্যামলী - প্রকাশ হয় ১৯৩৬ সালে
- আরোগ্য - প্রকাশ হয় ১৯৪১ সালে
- সেঁজুতি - প্রকাশ হয় ১৯৩৮ সালে
- প্রান্তিক - প্রকাশ কাল ১৯৩৮ সালে
- নৈবেদ্য - প্রকাশ হয় ১৯০১ সালে
- বীথিকা - প্রকাশ হয় ১৯৩৫ সালে
- পলাতকা - প্রকাশ হয় ১৯১৮ সালে
- বিচিত্রতা - প্রকাশ হয় ১৯৩৩ সালে
- সোনার তরী - প্রকাশ হয় ১৮৯৪ সালে
- পূরবী - প্রকাশ হয় ১৯২৫ সালে
- মানসী - প্রকাশ হয় ১৮৯০ সালে
- শেষ লেখা - প্রকাশ হয় ১৯৪১ সালে
- লেখন - প্রকাশ হয় ১৯২৭ সালে
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ১৩ টি উপন্যাস রয়েছে সেগুলোর নাম হলো:
- চোখের বালি - প্রকাশ কাল ১৯০৩ সাল
- ঘরে বাইরে - প্রকাশ কাল ১৯১৬ সাল
- বৌ ঠাকুরাণীর হাট - প্রকাশ কাল ১৮৮৩ সাল
- গোরা - প্রকাশ কাল ১৯১০ সাল
- চার অধ্যায় - প্রকাশ কাল ১৯৩৪ সাল
- নৌকাডুবি - প্রকাশ কাল ১৯০৬ সাল
- দুই বোন - প্রকাশ কাল ১৯৩৩ সাল
- চতুরঙ্গ - প্রকাশ কাল ১৯১৬ সাল
- রাজর্ষি - প্রকাশ কাল ১৯৮৭ সাল
- যোগাযোগ - প্রকাশ কাল ১৯২৯ সাল
- শেষের কবিতা - প্রকাশ কাল ১৯২৯ সাল
- প্রজাপ্রতির নির্বন্ধ - প্রকাশ কাল ১৯০৮ সাল
- মালঞ্চ - প্রকাশ কাল ১৯৩৪ সাল
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প কোনটি
রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্পগ্রন্থ রয়েছে। তার অনেক গল্প বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প হলো ভিখারিনী। এই ছোট গল্প সর্বপ্রথম ১৮৭৪ সালে ভারতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো।
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা
যারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা খুজে থাকেন তারা এই অংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ২৯ টি নাটকের নাম দেখে নিন।
- প্রকৃতির প্রতিশোধ - প্রকাশ কাল ১৮৮৪ সাল
- তপতী - প্রকাশ কাল ১৯২৯ সাল
- রুদ্র চণ্ড - প্রকাশ কাল ১৮৮১ সাল
- বিসর্জন - প্রকাশ কাল ১৮৯০ সাল
- মালিনী - প্রকাশ কাল ১৮৯৬ সাল
- নলিনী - প্রকাশ কাল ১৮৮৪ সাল
- শারদোৎসব - প্রকাশ কাল ১৯০৮ সাল
- রাজা ও রাণী - প্রকাশ কাল ১৮৮৯ সাল
- গুরু - প্রকাশ কাল ১৯১৮ সাল
- মুকুট - প্রকাশ কাল ১৯০৮ সাল
- অচলায়তন - প্রকাশ কাল ১৯১২ সাল
- প্রায়শ্চিত্ত - প্রকাশ কাল ১৯০৯ সাল
- ফাল্গুনী - প্রকাশ কাল ১৯১৬ সাল
- রাজা - প্রকাশ কাল ১৯১০ সাল
- লক্ষীর পরিক্ষা - প্রকাশ কাল ১৮৯৯ সাল
- ডাকঘর - প্রকাশ কাল ১৯১২ সাল
- কালের যাত্রা - প্রকাশ কাল ১৯৩১ সাল
- অরূপরতন - প্রকাশ কাল ১৯২০ সাল
- পরিত্রাণ - প্রকাশ কাল ১৯২৯ সাল
- ঋণশোধ - প্রকাশ কাল ১৯২১ সাল
- রক্তকরবী - প্রকাশ কাল ১৯২৬ সাল
- গৃহপ্রবেশ - প্রকাশ কাল ১৯২৫ সাল
- নটীর পূজা - প্রকাশ কাল ১৯২৬ সাল
- তাসের দেশ - প্রকাশ কাল ১৯৩৩ সাল
- মুক্তধারা - প্রকাশ কাল ১৯২২ সাল
- শোধবোধ - প্রকাশ কাল ১৯২৬ সাল
- চিরকুমার সভা - প্রকাশ কাল ১৯২৬ সাল
- বাঁশরী - প্রকাশ কাল ১৯৩৩ সাল
- চণ্ডালিকা - প্রকাশ কাল ১৯৩৩ সাল
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম
রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা রয়েছে তার মধ্যে কিছু জনপ্রিয় কবিতার নাম নিচে দেওয়া হলঃ
- যে কথা বলিতে চাই
- নিত্য তোমার পায়ের কাছে
- আজ প্রভাতের আকাশটি এই
- কোন ক্ষণে
- হে ভুবন
- পাখিরে দিয়েছ গান গায় সেই গান
- পউষের পাতা ঝরা তপোবনে
- হে মোর সুন্দর
- কে তোমার দিল প্রাণ
- তুমি দেবে তুমি মোরে দেবে
- কত লক্ষ বরষের তপস্যার ফলে
- কে তোমারে দিল প্রাণ
- আমরা চলি সমুখপানে
- হে বিরাট নদী
- উৎসর্গ
- কণ্টকের কথা
- ওরে নবীন ওরে আমার কাঁচা
- নিরুদ্দেশ যাত্রা
- দরিদ্রা
- গতি
- অচল স্মৃতি
- অক্ষমা
- ব্যর্থ যৌবন
- মুক্তি
- বন্ধন
- লজ্জা
- খেলা
- পুরষ্কার
- হৃদয় যমুনা
- বসুন্ধরা
- বিশ্বনৃত্য
- মায়াবাদ
- ভরা ভাদরে
- মানস সুন্দরী
- ঝুলন
- দেউল
- দুর্বোধ
- প্রতীক্ষা
- নদীপথে
- সমুদ্রের প্রতি
- দুই পাখি
- পরশ পাথর
- যেতে নাহি দিব
- তোমরা ও আমরা
- বর্ষাযাপন
- সোনার তরী
- হিং টিং ছট
- রাজার ছেলে ও রাজার মেয়ে
- সোনার বাঁধন
- প্রেমের হাতে ধরা দেব
আরো পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা - শেখ হাসিনা বাংলাদেশের কত তম প্রধানমন্ত্রী
এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ৫০ টি কবিতার নাম দেওয়া হল। পরবর্তীতে
রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কবিতার নাম এখানে যোগ করা হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ pdf
অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ pdf খুজে থাকেন। তারা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ pdf খুঁজে নিতে পারেন। এবং সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো ভালোভাবে পড়তে পারেন। এ ছাড়া অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বই পাওয়া যায় সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন এবং সেগুলো পড়তে পারেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি: শেষ কথা
প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি থেকে আপনারা জানতে পেরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সকল কাব্যগ্রন্থ উপন্যাস নাটক এবং কবিতার নাম জানতে পেরেছেন। আশা করছি এগুলো তথ্য জানতে পেরে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন।
তারপরও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের
জানাতে পারেন। এবং এরকম আরো তথ্য পেতে আমাদের
JONOPRIYO BLOG
ওয়েবসাইট নিয়মিত ফলো করুন।