JonopriyoblogPostAd

আকিজ গ্রুপের পণ্য তালিকা ২০২৪ - আকিজ গ্রুপে বেতন

আকিজ গ্রুপের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আকিজ গ্রুপের পূর্ণ তালিকা নাম গুলো কি আপনাদের জানা রয়েছে যদি জানা না থাকে তাহলে আজকের এই পোস্ট থেকে জেনে নিতে পারেন। চলুন আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়া যাক আকিজ গ্রুপের পণ্য তালিকা এবং আকিজ গ্রুপে বেতন এ বিষয়গুলো সম্পর্কে।
আকিজ গ্রুপের পণ্য তালিকা

আকিজ গ্রুপের পণ্য তালিকা আকিজ গ্রুপে বেতন কত এই বিষয় সহ আকিজ গ্রুপ সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে জানার জন্য আজকের পোস্টের নিচের অংশগুলো শেষ পর্যন্ত পড়ে ফেলুন। 

পোস্ট সূচিপত্রঃ আকিজ গ্রুপের পণ্য তালিকা - আকিজ গ্রুপে বেতন 

আকিজ গ্রুপের পণ্য তালিকা

বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ কোম্পানির নাম হলো আকিজ গ্রুপ। আকিজ কোম্পানির অনেক পণ্য রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও রপ্তানি করা হয়ে থাকে এর ফলে আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসে। কিন্তু আপনি কি জানেন? আকিজ গ্রুপের পণ্য তালিকা নাম যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন আকিজ গ্রুপের পণ্য তালিকা নাম গুলো। 

আকিজ কনফেকশনারী পণ্য তালিকা

  • আকিজ বিস্কুট 
  • আকিজ ওয়েফার
  • আকিজ চকলেট বল
  • আকিজ ক্যান্ডি
  • আকিজ নুডুলস
  • আকিজ চকলেট
  • আকিজ রোল
  • আকিজ চকলেট বার
  • আকিজ ফ্রুট ক্যান্ডি
  • আকিজ চকলেট ক্যান্ডি

আকিজ খাদ্য জাতীয় পণ্য তালিকা

  • আকিজ সুপার চিনি
  • আকিজ কেক
  • আকিজ মসলা
  • আকিজ মিষ্টি 
  • আকিজ মাখন
  • আকিজ সরিষার তেল
  • আকিজ ক্যানোলা তেল
  • আকিজ সয়াবিন তেল
  • আকিজ সস
  • আকিজ স্পেশাল চিনি
  • আকিজ ফার্মফ্রেশ লাচ্ছা
  • আকিজ ফার্মফ্রেশ দই
  • আকিজ ফার্মফ্রেশ মিষ্টি 
  • আকিজ ফার্মফ্রেশ রসগোল্লা 
  • আকিজ ফার্মফ্রেশ দুধ
  • আকিজ ফার্মফ্রেশ ছানা
  • আকিজ আচার
  • আকিজ স্ন্যাকস  
  • আকিজ ময়দা
  • আকিজ আটা
  • আকিজ সুজি
  • আকিজ মুড়ি
  • আকিজ মসুর ডাল
  • আকিজ এসেনশিয়াল চাউল
আরো পড়ুন: গ্রামীণ ব্যাংকের কার্যাবলি - গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের বেতন কত

আকিজ পানীয় জাতীয় পণ্য তালিকা

  • আকিজ ফ্রুটিকা
  • আকিজ স্পা পানি
  • আকিজ রিভেরা পানি
  • আকিজ আফি ড্রিংস 
  • আকিজ আফি জুস
  • আকিজ টুইং ড্রিংস
  • আকিজ স্প্রাইট
  • আকিজ ক্লেমন বেভারেজ ড্রিংস
  • আকিজ মোজো বেভারেজ ড্রিংস
  • স্পিড বেভারেজ ড্রিংস
  • ফ্রোস বেভারেজ ড্রিংস
  • র্টাবো বেভারেজ ড্রিংস
  • হার্টোন বেভারেজ ড্রিংস
  • লেমু বেভারেজ ড্রিংস

আকিজ ঔষধ জাতীয় পণ্য তালিকা

  • আকিজ প্যারাসিটামল
  • আকিজ রিটোনাভির
  • আকিজ অ্যাসপিরিন 
  • আকিজ কফ সিরাপ
  • আকিজ আইবুপ্রোফেন
  • আকিজ মেটফরমিন
  • আকিজ অ্যালডোসটেরোন
  • আকিজ ল্যামভুডিন
  • আকিজ ভেরুকোনাজল
  • আকিজ এরিথ্রোমাইসিন 
  • আকিজ ভেরুকোনাজল
  • আকিজ রিটোনাভির
  • আকিজ অ্যালডোসটেরোন
  • আকিজ লভোফ্লক্সাসিন

আকিজ অন্যান্য পণ্য তালিকা

  • আকিজ সিমেন্ট 
  • আকিজ বিড়ি ও দিয়াশলাই 
  • আকিজ রাইস 
  • আকিজ মোটরস
  • আকিজ গ্যাস
  • আকিজ প্লাস্টিক
  • আকিজ সিরামিক
  • আকিজ পার্টিক্যাল বোর্ড
  • আকিজ গ্লাস
  • আকিজ পেইন্ট
  • আকিজ টেক্সটাইল 
  • আকিজ পাট
  • আকিজ সিপিং
  • আকিজ চা
  • আকিজ জুট মিলস
  • আকিজ কম্পিউটার 
  • আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং 
  • আকিজ জর্দা
  • আকিজ রিয়েল স্টেট
  • আকিজ হোটেল ও রির্সোট
  • আকিজ স্কুল ও কলেজ

আকিজ ফুড এন্ড বেভারেজ এর পণ্য তালিকা

উপরের অংশ আপনাদের আকিজ গ্রুপের পণ্য তালিকা নাম গুলো দিয়েছে আশা করছি আপনারা সেখান থেকে আকিজ ফুড এন্ড বেভারেজ এর পণ্য তালিকা ইতোমধ্যে জানতে পেরে গেছেন তারপরেও যেহেতু অনেকে এককভাবে আকিজ ফুড এন্ড বেভারেজ এর পণ্য তালিকা জানতে চেয়েছেন তাই এখান থেকে জেনে নিন।

  • আকিজ ফ্রুটিকা
  • আকিজ স্পা পানি
  • আকিজ আফি ড্রিংস 
  • আকিজ রিভেরা পানি
  • আকিজ আফি জুস
  • আকিজ স্প্রাইট
  • আকিজ ক্লেমন বেভারেজ ড্রিংস
  • আকিজ মোজো বেভারেজ ড্রিংস
  • স্পিড বেভারেজ ড্রিংস
  • লেমু বেভারেজ ড্রিংস
  • ফ্রোস বেভারেজ ড্রিংস
  • আকিজ টুইং ড্রিংস
  • র্টাবো বেভারেজ ড্রিংস
  • হার্টোন বেভারেজ ড্রিংস

এইগুলাই হল আকিজ ফুড এন্ড বেভারেজ এর পণ্য তালিকা। আপনার হয়তো কম বেশি সবাই এগুলো ব্যভারেজ ড্রিঙ্কস পান করে থাকেন কিন্তু হয়তো এতদিন জানতেন না যে এগুলো বেভারেজ ড্রিংস আকিজ গ্রুপের পণ্য। 

আকিজ গ্রুপে বেতন

আকিজ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় একটি শিল্প প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পণ্য তৈরি করা হয় এবং এইগুলো সকল পণ্য সরকার অনুমোদিত তাই এ সকল পণ্যবিদেশে ও রপ্তানি করা হয়। এই কোম্পানি যেহেতু অনেক বড় তাই অনেক ব্যক্তি এই কোম্পানিতে কাজ করে থাকে কিন্তু যারা নতুন জয়েন করতে যাচ্ছেন তারা অনেক সময় জানতে চেয়ে থাকেন আকিজ গ্রুপে বেতন?

আসলে এখানে বিভিন্ন রকম বেতনের কাজ রয়েছে এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা, কাজের যোগ্যতা এবং একটি ভালো পদে চাকরি নিতে পারেন তাহলে প্রথম অবস্থায় বেতন ২৫ হাজার টাকা থেকে ২৩০ হাজার টাকার মতো হয়ে থাকে। 

আরো পড়ুন: বাংলাদেশের সংবাদপত্র তালিকা - বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ 

তবে আস্তে আস্তে যদি আপনার পদোন্নতি হয় তাহলে এই বেতন বেড়ে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ কর্মচারীদের বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো হয়ে থাকে। যা একজন কর্মীর জন্য অনেক ভালো পরিমাণ বেতন।এছাড়াও এই বেতনের পাশাপাশি কর্মচারীদের আরো বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় সেগুলো হলোঃ

  • দক্ষতা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি 
  • মাসিক বেতন প্রদান 
  • যাতায়াত ভাড়া 
  • ইউনিফর্ম তৈরির খরচ 
  • উৎসব বোনাস 
  • চিকিৎসা খরচ ইত্যাদি 

আকিজ গ্রুপের মালিক কে - আকিজ গ্রুপের মালিকের বাড়ি কোথায়

আকিজ গ্রুপের মালিকের নাম হল শেখ আকিজ উদ্দিন। তিনি ১৯২৯ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি তার সেই মধ্যডাঙ্গা গ্রামে তার শৈশব জীবন কাটিয়েছেন। তার পিতার নাম ছিলো শেখ মফিজ উদ্দিন এবং মাতার নাম মতিনা বেগম। শেখ আকিজ উদ্দিন বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন কিন্তু তার বাবা ছিলেন একজন ক্ষদ্র ব্যবসায়ী। 

যা করে কোনোরকম কষ্ট করে সংসার চলছিলো সেজন্য দরিদ্রতার কারণে শেখ আকিজ উদ্দিন স্কুলে লেখাপাড়াও করতে পারেনি। কিন্তু লেখাপড়া না করেও তার চেষ্টা আর পরিশ্রমের ফলে এতোবড় একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। এবং তিনি ২০০৬ সালের ১০ অক্টোবর ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

আকিজ গ্রুপের মালিক কে
photo credit: akij.net

আকিজ গ্রুপের হেড অফিস কোথায় - আকিজ গ্রুপের ঠিকানা 

আকিজ গ্রুপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে।  তারমধ্যে ঢাকাতে আকিজ গ্রুপের হেড অফিস রয়েছে। আকিজ গ্রুপের ঠিকানা হলো Akij House,198 Bir Uttam,Mir Shawkat Sarak, Gulshan Link Road, Tejgaon Dhaka 1208.  অফিস টাইম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত। শুক্রবার বন্ধ। তাদের সাথে যোগাযোগ ঠিকানা ফোন: +880 96131 16609. জিমেইল ঠিকানা : info@akij.net.

আকিজ গ্রুপের বর্তমান চেয়ারম্যান

আকিজ গ্রুপের বর্তমান চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, ম্যানেজিং ডিরেক্টর শেখ বাসির উদ্দিন এবং কর্পোরেট ডিরেক্টর শেখ জামাল উদ্দিন। আশা করছি ভালোভাবে জানতে পারলেন আকিজ গ্রুপের বর্তমান চেয়ারম্যান কে এবং ম্যানেজিং ডিরেক্টর কে ও কর্পোরেট ডিরেক্টর কে।

আকিজ গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়

অনেকে জানতে চেয়ে থাকেন আগে গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়। আকিজ গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি শীর্ষতম কোম্পানি এই আকিজ গ্রুপ প্রতিষ্ঠা করা হয়  ১৯৪০ সালে। অর্থাৎ এখন থেকে ৮৪ বছর আগে।

আকিজ গ্রুপ কত টাকার মালিক

আগের গ্রুপ যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটি কোম্পানির জন্য অনেকের মনে একটি প্রশ্ন জাগে আকিজ গ্রুপ কত টাকার মালিক। আকিজ গ্রুপের মালিক যখন মৃত্যুবরণ করেন তখন আকিজ গ্রুপ প্রায় ৫ হাজার কোটি টাকার মালিক ছিল। তিনি মৃত্যুবরনের পরে তার সন্তানেরা সেই কোম্পানিকে বর্তমানে প্রায় ১৪ হাজার কোটি টাকায় উন্নীত করতে সক্ষম হয়েছে। আস্তে আস্তে তা আরো বৃদ্ধি পাচ্ছে। 

আকিজ গ্রুপের পণ্য তালিকা - আকিজ গ্রুপে বেতন: শেষ কথা 

প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট থেকে আপনারা আকিজ গ্রুপের পণ্য তালিকা এবং আকিজ গ্রুপে বেতন এই বিষয় সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে সঠিক তথ্য পেয়েছেন। তো এগুলো বিষয়ে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। 

এবং এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো বিভিন্ন বিষয় জানতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন