JonopriyoblogPostAd

এশার নামাজ ১৫ রাকাত কি কি - এশার নামাজ মোট কত রাকাত

আসসালামু আলাইকুম অনেকে জানতে চান এশার নামাজ মোট কত রাকাত এবং এশার নামাজ ১৫ রাকাত কি কি। তাই আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এশার নামাজ ১৫ রাকাত কি কি ও এশার নামাজ সম্পর্কিত বেশ কিছু তথ্য।
এশার নামাজ ১৫ রাকাত কি কি

আপনি যদি বিস্তারিত ভাবে জানতে চান এশার নামাজ মোট কত রাকাত এবং এশার নামাজ ১৫ রাকাত কি কি তাহলে নিচের অংশগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। 

পোস্ট সূচিপত্রঃ এশার নামাজ ১৫ রাকাত কি কি - এশার নামাজ মোট কত রাকাত 

এশার নামাজ মোট কত রাকাত

এশার নামাজ মোট কত রাকাত এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতপার্থক্য রয়েছে। সেজন্য অনেকেই আসলে বুঝতে পারেন না এশার নামাজ মোট কত রাকাত এবং কার কথা সঠিক। তবে এখন আপনাদের সঠিক উত্তর জানানোর চেষ্টা করব। 

এশার নামাজ অনেকে ১৫ রাকাত পড়ে থাকে আবার অনেকেই ৯ রাকাত পড়ে থাকে। এশার ফরজ নামাজ ৪ রাকাত তারপরে ২ রাকাত সুন্নত এবং সবশেষে ৩ রাকার বিতর। তাহলে এশার নামাজ মোট ৪+২+৩ = ৯ রাকাত। তবে আপনি যদি এশার ৪ রাকার ফরজ পড়েন তাহলেই নামাজ হয়ে যাবে। 

আরো পড়ুনঃ পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ কয়টি - নামাজের ১৩ ফরজ কি কি

যদি দুই রাকাত সুন্নত কোনো কারণে ছুটে যায় তাহলে সমস্যা নাই তাহলে সমস্যা নাই তবে ইচ্ছাকৃতভাবে ২ রাকার সুন্নত বাদ দেওয়া যাবেনা। ৯ রাকাত ও ১৫ রাকাত দুটাই পড়তে পারেন এতে করে কোন সমস্যা নেই। 

এশার নামাজ ১৫ রাকাত কি কি

অনেকেই ১৫ রাকাত এশার নামাজের কথা বলে থাকে। বেশিরভাগ মানুষ এশার ১৫ রাকাত নামাজ আদায় করে। তারা এশার ১৫ রাকাত নামাজ যেভাবে আদায় করে। এশার ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ৩ রাকাত বিতর, ২ রাকাত নফল।

তাহলে আপনারা বুঝতে পারলেন এশার নামাজ ১৫ রাকাত যারা আদায় করে তারা এইভাবে আদায় করে।

  • সুন্নত ৪ রাকাত
  • ফরজ ৪ রাকাত
  • সুন্নত ২ রাকাত
  • নফল ২ রাকাত
  • বিতর ৩ রাকাত

তাই আপনারা যারা এশার ১৫ রাকাত নামাজ আদায় করতে চান তারা এইভাবে ১৫ রাকাত নামাজ আদায় করতে পারেন। আশা করছি এশার নামাজ ১৫ রাকাত কি কি তা সঠিকভাবে জানতে পারলেন।

এশার নামাজ ৯ রাকাত কি কি

আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন এশার নামাজ ৯ রাকাত কি কি। যারা এশার ৯ রাকাত নামাজ পড়ে তারা এইভাবে ৯ রাকাত আদায় করে। প্রথমে ৪ রাকাত ফরজ তারপর ২ রাকাত সুন্নত এবং সর্বশেষ ৩ রাকাত বিতর। এইভাবে ৯ রাকাত নামাজের মাধ্যমে এশার নামাজ শেষ হয়। 

আরো পড়ুনঃ বিতর নামাজ পড়ার নিয়ম ও দোয়া - বেতের নামাজের নিয়ত 

তবে এশার মূল নামাজ ৪ রাকাত যদি এই ৪ রাকাত ফরজ পড়েন তাহলেই এশার নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছেকৃতঅনিচ্ছেকৃতভাবে ২ রাকাত সুন্নত বাদ দেওয়া যাবেনা। তাই সময় নিয়ে ধৈর্য সহকারে এশার নামাজ ভালোভাবে সম্পূর্ণ করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

এশার নামাজ কয় রাকাত ও নিয়ত

এশার নামাজ মোট ৯ রাকাত এই ৯ রাকাত নামাজের নিয়ত ভিন্ন ভিন্ন তাই যারা এশার নামাজের নিয়ত জানতে চান তারা এশার ৯ রাকা'ত নামাজের ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত ও ৩ রাকাত বিতর নামাজের নিয়ত জেনে নিন।

এশার ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি নিয়তঃ নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকয়াতাই সালাতিল এশাই ফারদুল্লাহি তা আলা মুতওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লহু আকবার।

বাংলা নিয়তঃ এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য কিবলা মুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।

বিশেষ দ্রষ্টব্যঃ ইমামের পেছনে নামাজ আদায় করলে তখন নিয়ত করার সময় ফারদুল্লাহি তায়ালা বলার পর ইকতাদাইতু বিহা যাল ইমাম পড়বেন।

এশার ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবি নিয়তঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল এশায়ে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। 

বাংলা নিয়তঃ এশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।

এশার ৩ রাকাত বিতর নামাজের নিয়ত

আরবি নিয়তঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা ছালাছা রাকআতি সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তা আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়তঃ এশার তিন রাকাত বিতর নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলা মুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।

এশার নামাজ কয়টায়

এশার নামাজের সময় প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে এবং এশার নামাজের ওয়াক্ত শেষ হবে রাত ১১ টা ৫৫ মিনিটে। সুবহে সাদিক হওয়া পর্যন্ত এশার নামাজের সময় থাকে তবে মাঝরাতের আগে এশার নামাজ পড়ে নেওয়া উত্তম। তাই আপনারা মাঝরাতের আগেই এশার নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করবেন। 

এশার নামাজ পড়ার নিয়ম

এশার নামাজ পড়ার নিয়ম হলো প্রথমে আপনি ওযু করে নিবেন তারপরে কত রাকাত নামাজ পড়বেন সেটা নির্ধারণ করে নিতে হবে যেমন অনেকে ৯ রাকাত পরে আবার অনেকে ১৫ রাকাত পড়ে। তো এখন আপনাদের জানাবো এশার ১৫ রাকাত নামাজ পড়ার নিয়ম। যদি ১৫ রাকাত পড়েন তাহলে প্রথমে চার রাকাত সুন্নত আদায় করে নিবেন তারপরে চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে 

আরো পড়ুনঃ কবিরা গুনাহ মাফের দোয়া - কবিরা গুনাহ মাফের উপায়

এরপর আবারো দুই রাকাত সুন্নত, তিন রাকাত বিতর এবং দুই রাকাত নফল। এই সব মিলিয়ে ১৫ রাকাত এশার নামাজ। এই ১৫ রাকাত এশার নামাজ পড়ার জন্য বিভিন্ন রকম দোয়া প্রয়োজন হয় সেগুলো আপনারা সরাসরি নিচে দেওয়া ভিডিও থেকে শিখে নিতে পারেন। 

এশার নামাজ ১৫ রাকাত কি কি - এশার নামাজ মোট কত রাকাত: শেষ কথা

আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন এশার নামাজ ১৫ রাকাত কি কি এশার নামাজ মোট কত রাকাত সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। তারপরও যদি আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন