পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান
সেজন্য পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান যদি সমাজের সকল মানুষদের কাছে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো সবাই পুষ্টি সমস্যা প্রতিরোধে গুরুত্ব দিবে এবং একদিন পুষ্টির সমস্যা প্রতিরোধ হবে। যা সমাজ রাষ্ট্রের জন্য অনেক কল্যাণকর হবে।
পোস্ট সূচিপত্রঃ পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান
- পুষ্টির সমস্যা প্রতিরোধে আমাদের স্লোগান: ভূমিকা
- পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান
- পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের স্লোগান class 7
- পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের করণীয়
- পুষ্টির সমস্যা প্রতিরোধে আমাদের স্লোগান: শেষ কথা
পুষ্টির সমস্যা প্রতিরোধে আমাদের স্লোগান: ভূমিকা
পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান
পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান রয়েছে। এগুলো অনেক সময় ক্লাস ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছেলেমেয়েদের জানার প্রয়োজন হয়। নিচের ছক থেকে জেনে নিন পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান সমূহ।
ক্রমিক নং | পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের ১০টি স্লোগান |
---|---|
01 | সব সময় সুষম খাবার খাই পালিয়ে যাবে সকল রোগ বালাই। |
02 | পুষ্টির অভাব দূর করি সুস্থ জাতি গড়ি। |
03 | শাক সবজি ও ফলমূল খান আনন্দের দিন কাটান। |
04 | পুষ্টির গুরুত্ব বুঝি সুস্থ থাকতে পুষ্টি নিশ্চিত করি। |
05 | তেল চর্বি খাবার ও জাঙ্কফুড পরিহার করি চল সুন্দর সুস্থ জীবন গড়ি। |
06 | প্রতিনিয়ত মাছ মাংস দুধ খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। |
07 | বিশুদ্ধ পানি পান করি চলো সুন্দর জীবন গড়ি। |
08 | সুস্থ সবল জাতি চাই পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই। |
09 | যদি সুস্থ থাকতে চান তাহলে আয়োডিন যুক্ত লবণ খান। |
10 | শরীরে যদি শক্তি চান বেশি বেশি শর্করা খান। |
পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের স্লোগান class 7
পুষ্টির সমস্যা প্রতিরোধে আমাদের বেশ কিছু স্লোগান রয়েছে। ক্লাস সেভেন এর পুষ্টির সমস্যা প্রতিরোধে স্লোগান গুলো জেনে রাখুন।
- মাছ মাংস দুধ ডিম খাই পুষ্টির অভাব দূর করি।
- পুষ্টি মানেই সুস্বাস্থ্য পুষ্টি মানেই সুখ।
- পুষ্টির সচেতনতা বৃদ্ধি করে পুষ্টি সমস্যা প্রতিরোধ করি।
- সর্বদা কোমল পানীয় বর্জন করি নিরাপদ জীবন গড়ি।
- ফল ও সবজি খান সুস্থ সুন্দর জীবন কাটান।
পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের করণীয়
পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় অনেক বেশি কারণ আমরা যদি করণীয় বিষয় গুলো মানি এবং মানুষদের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে পুষ্টি সমস্যা প্রতিরোধ করা সম্ভব। তাই পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় গুলো হলোঃ
- বেশি বেশি পুষ্টিকর খাবার উৎপাদন করতে হবে।
- জনগণের মাঝে পুষ্টি সমস্যা প্রতিরোধে স্লোগান গুলো ছড়িয়ে দিতে হবে।
- মানুষের কাছে কাছে গিয়ে পুষ্টিকর খাবার খাওয়া সম্পর্কে বুঝাতে হবে।
- সবাইকে বেশি বেশি শাক সবজি এবং ফলমূল খাওয়ার পরামর্শ দিতে হবে।
- পুষ্টিকর খাবারের গুনগত মান নিশ্চিত করতে হবে এবং সেগুলো জনগণের মাঝে দিতে হবে।
- অতিরিক্ত তেল যুক্ত চর্বিযুক্ত খাবার শরীরের ক্ষতি করে সে ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে।
আরো পড়ুন: রক্তশূন্যতা দূর করার ১০ টি ঘরোয়া উপায় - শরীরে রক্ত কম হওয়ার লক্ষণ
মোট কথা পুষ্টির সমস্যা প্রতিরোধে পুষ্টিকর খাবার বেশি বেশি উৎপাদন করতে হবে এবং সমাজের সবার মাঝে পুষ্টির সমস্যা প্রতিরোধ সম্পর্কে সকল তথ্য জানাতে হবে। তাহলে হয়তো পুষ্টির সমস্যা প্রতিরোধ হতে পারে।