JonopriyoblogPostAd

জরিমানা মওকুফের জন্য আবেদন স্কুল কলেজ কিংবা চাকুরীর জন্য

আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা স্কুল কলেজের লেখাপড়া করি এবং চাকুরী করে থাকি তাদের অনেক সময় জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার প্রয়োজন পড়ে কিন্তু কিভাবে লিখতে হয় তা জানা নেই। তো চলুন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্কুল কলেজ অথবা চাকুরীজীবীদের জন্য জরিমানা মওকুফের আবেদন লেখার নিয়ম।
জরিমানা মওকুফের জন্য আবেদন স্কুল কলেজ কিংবা চাকুরীর জন্য

এছাড়াও আজকের আর্টিকেল আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইংরেজিতেও জরিমানা মওকুফের  জন্য আবেদন পত্র লিখবেন এবং আপনার প্রতিষ্ঠানে জমা দেওয়ার মাধ্যমে জরিমানা মওকুফ পাবেন।

পোস্ট সূচিপত্রঃ জরিমানা মওকুফের জন্য আবেদন স্কুল কলেজ কিংবা চাকুরীর জন্য 

জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম স্কুল কলেজের জন্য

তারিখ: ০২/০৭/২০২৪

বরাবর

প্রধান শিক্ষক 

স্কুল/কলেজের নাম.........

বিষয় : স্কুলে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন 

জনাব/মহোদয় 

বিনিত নিবেদন এই যে আমি আপনার স্কুলের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী গত ৩ দিন যাবত অসুস্থথার কারণে স্কুলে আসতে পারিনি। এর ফলে আমার অনুপস্থিত এর জন্য জরিমানা করা হয়েছে। যা আমার পক্ষে দেওয়া অনেকটা কষ্টকর।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন এই যে আমার তিনদিন অনুপস্থিতির জন্য জরিমানা মওকুফের অনুমতি দিয়ে আমাকে বাধিত করবেন।

নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী 

আপনার নাম:............... 

শ্রেণী: দশম 

রোল নং: ১২

জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম চাকরিজীবীদের জন্য

তারিখ : ০২/০৭/২০২৪

বরাবর 

ব্যবস্থাপনা পরিচালক 

চাকুরি প্রতিষ্ঠানের নাম..............

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন। 

জনাব,

বিনিত নিবেদন এই যে আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মী/ কর্মকর্তা..............…...... এর কারণে অফিসে আসতে পারিনি সেজন্য............. এত টাকা জরিমানা করা হয়েছে যা দেওয়া আমার জন্য কষ্টকর/সামর্থ্য নেই। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর রয়েছে এবং আমার নিজের চলার খরচ আমাকে বহন করতে হয় সেজন্য এই জরিমানা দেওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়।

অতএব, জনাবের নিকট বিনিত নিবেদন এই যে আমার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে জরিমানা মওকুফের অনুমতি দিয়ে আমাকে বাধিত করবেন।

নিবেদক,

নামঃ...….........

কার্ড নংঃ..........

পদবীঃ.............

আরো পড়ুনঃ বিসিএস পরীক্ষা কত বছর পর পর হয় বিস্তারিত জেনে নিন

জরিমানা মওকুফের জন্য আবেদন স্কুল কলেজ কিংবা চাকুরীর জন্য ইংরেজি দিয়ে

Date: 02/07/2024

along with

head teacher

Name of School/College.........

Subject : Application for waiver of penalty of absence in college

Mr./Mrs

It is my humble request that I am a regular student of class 10th of your school and have been unable to come to school for the last 3 days due to illness. This resulted in my being fined for absenteeism. Which is very difficult for me to give.

Therefore, it is my humble request to you sir to oblige me by allowing me to waive the fine for my absence for three days.

applicant,

Your devoted student

Your Name:...............

Class: 10th

Roll No: 12

জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম চাকরিজীবীদের জন্য ইংরেজিতে

Date : 02/07/2024

along with

Managing Director

Name Of Employment Organization ..............

Subject: Application for remission of penalty.

sir,

Humble submission is that I am an employee/officer of this institution............. .I have been fined so much money that it is difficult/affordable for me to pay. Paying this fine becomes very difficult for me as I have the responsibility of my family and I have to bear my own travel expenses.

Therefore, it is my humble request to Sir to oblige me by allowing waiver of fine considering my financial situation.

applicant,

Name: …………

Card No...........

Designation:............

আরো পড়ুনঃ অফিস সহায়ক এর পদোন্নতি - অফিস সহায়ক এর পেনশন কত

আমাদের শেষ কথা 

আশা করছি আপনার আজকের আর্টিকেল থেকে জরিমানা মওকুফের জন্য কিভাবে আবেদন লিখতে হয় তা জানতে পেরেছেন। এখানে আমাদের ঠিকানাগুলো দেওয়া হয়েছে আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের নিজস্ব ঠিকানা এবং সবগুলো তথ্য আপনাদের মত করে দিবেন। 

আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন